ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাজে সফলতা আসবে মেষের : বিবাদের মীমাংসা হবে মিথুনের

প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

মেষ :
চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন প্রসন্ন হয়ে থাকবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল তথা দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে।

বৃষ :
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। বিদ্যাশিক্ষায় ব্রতীদের মন আনন্দে নাচবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ শুভফল প্রদান করবে তথা রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।

মিথুন :
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভ্রাতা-ভগ্নি আত্মীয় পরিজনদের সঙ্গের কলহ বিবাদের মীমাংসা হবে তথা প্রীতির বন্ধন রচিত হবে যা আজীবন অক্ষুণ্ন থাকবে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।

কর্কট :
লম্বা ছুটি কাটানোর জন্য প্রস্তুতি নিন, শিক্ষার্থীদের মন প্রেম প্রসঙ্গ ফেসবুক ইন্টারনেট প্রেম প্রসঙ্গসহ অনুচিত কাজের প্রতি আকৃষ্ট হওয়ায় উচ্চশিক্ষা তথা বিদেশ গমনের স্বপ্নস্বাধ ভেঙে পড়বে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে। বাণিজ্যিক ভ্রমণ শুভকর হবে।

সিংহ :
দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গের কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হলেও অবশেষে তা আপনার পক্ষেই আসবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে।

কন্যা :
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় বিপক্ষে যাওয়ায় শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু সফল হবে না। অর্থকড়ির মামলায় কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।

তুলা :
ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করায় পুরস্কৃত হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক :
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়তে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দেবে।

ধনু :
অপরিচিত কাউকে আশ্রয় দেয়া আর আশ্রয় নেয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। অবশ্য বাবা-মার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হবে।

মকর :  
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কলহ বিবাদের মীমাংসা হওয়ায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে পড়বে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য প্রাপ্ত হবেন।

কুম্ভ :
বাবা-মার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা সারা জীবনের পাথেয় হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।

মীন :
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে তথা পথের কাঁটা দূর হবে। কর্মক্ষেত্রে প্রচেষ্টা আর পরিশ্রমের পূর্ণফল প্রাপ্ত হবেন। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেৎ অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হবেন। বিবাহযোগ্যদের বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে।

এসএস/পিআর