বাইক কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা
ফাইল ছবি
রাজধানীর কাফরুলের পূর্ব কাজীপাড়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মো. রাসেল (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা নাহার বেগম বলেন, ‘আমার ছেলে মিরপুর ৬০ ফিট এলাকায় একটি মোটর গ্যারেজে চাকরি করতো। সম্প্রতি সে আমার কাছ মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে। মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে আজ নিজকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার আইচা থানার উত্তর চড় মাইনকা গ্রামে। তার স্বামীর নাম মো. জাফর মিয়া। বর্তমানে তারা পূর্ব কাজীপাড়ার ৫৯৭/৩ নম্বর বাসায় ভাড়া থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ২ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৩ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ৪ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৫ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি