ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। শনিবার ঢাকা ক্লাবে পুলিশের সাবেক ডিআইজি সফিক উল্লাহ’র লেখা ‘এক পুলিশের ডায়েরি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, যাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে তাদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের ব্যাপারেও প্রস্তুতি নেয়া হচ্ছে।

একুশে বই মেলায় ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিষয়ে আইজিপি জানান, এ যাবৎ যতো মুক্তমনা লেখক, ব্লগারকে হত্যা করা হয়েছে এসব ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। পাশাপাশি এসব হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন অনেককে নজরদারিতে রাখা হয়েছে।

অনুষ্ঠানে আইজিপি ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব আতাউর রহমান, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু প্রমুখ।
 
এআর/এসএইচএস/এবিএস