ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাণী-বচন : ১৪ ফেব্রুয়ারি ২০১৬

প্রকাশিত: ০২:৩৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বাণী

স্ত্রী আর পুরুষকে তাদের স্বস্থানে বেশ সহজ করে দেখতে শিখিনি বলেই আমরা কতকগুলো কবিত্ব জমা করে তুলেছি।
-রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা অবিনশ্বর। আমাদের একজন যায় একশত জন আসে। আমাদের একবিন্দু রক্ত ভূতলে পড়লে এক লক্ষ বিদ্রোহী নাগশিশু বসুমতী বিদীর্ণ করে উঠে আসে।
-কাজী নজরুল ইসলাম

বচন
কলা রুয়ে না কেটো পাত,
তাতেই কাপড়, তাতেই ভাত।

অর্থ :  কলাগাছের ফলন শেষে গাছের গোড়া  যেন না কাটে কৃষক, কেননা তাতেই সারা বছর ভাত-কাপড় জুটবে তাদের।

এইচআর/আরআইপি