ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শুধু রাস্তাঘাট নয়, মনও পরিষ্কার করতে হবে

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, সবাই এ শহরের মেয়র, ঢাকার প্রতিটি নাগরিকই এ শহরের মেয়রের দায়িত্ব। আমি একা নই, এ শহরের প্রতিটি মানুষকে নিজ থেকে মেয়রের দায়িত্ব পালন করতে হবে। শুধু রাস্তাঘাট নয়, সঙ্গে সবাইকে মনও পরিষ্কার করতে হবে। প্রতিটি নাগরিকই যখন নিজ থেকে দায়িত্ব পালন করবে তখনই গড়ে উঠবে আমাদের প্রাণের শহর ঢাকা।

পরিচ্ছন্ন বছর ২০১৬ উপলক্ষে রোববার ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে ‘প্রাণসখা ঢাকা’ ‘love for Dhaka’ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার জন্য ২০১৬ সালকে পরিচ্ছন্ন নগরী হিসেবে ঘোষণা করা হয়েছে। পৃথিবীর কোথাও এতো মায়া মমতায় ঘেরা শহর নেই। নেই নিজস্ব সংস্কৃতি। ৪শ’ বছরের ঐতিহ্যবাহী এ ঢাকা নগরীকে সুন্দর এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের রয়েছে রাজনৈতিক এবং সামাজিক বন্ধন। সবাইকে একসঙ্গে এ নগরীকে পরিচ্ছন্ন করে তুলতে হবে।

‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্য ব্যাক্তিত্ব ড. এনামুল হক, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ প্রমুখ উপস্থিত রয়েছেন।

রোববার সকাল ১০টায় শুরু হয়েছে ‘প্রাণসখা ঢাকা’ এ অনুষ্ঠান। চলবে বিকেল সাড়ে ৫টা অনুষ্ঠান পর্যন্ত। এ অনুষ্ঠানে থাকবে গুণীজনের কথা, ঢাকার ঐতিহ্যের প্রদর্শনী, ঢাকাইয়া খাবারের আয়োজন ও গানের কনসার্ট।

এএম/আরএস/এবিএস

আরও পড়ুন