রাজধানীর মৌচাকে লিলি প্লাজায় আগুন
রাজধানীর মৌচাক মার্কেটের পাশে লিলি প্লাজার দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার বিকেল ৪টা ১৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জাগো নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, লিলি প্লাজার দোতলার একটি ক্যাফের চুলা থেকে আগুনের সূত্রপাত্র হয়। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এআর/একে/এবিএস