ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল : স্পিকার

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নের দিক থেকে বাংলাদেশ একটি রোল মডেল। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা নারী নির্বাচিত হওয়ায় এটি সমসাময়িক বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ফলে বাংলাদেশের জেন্ডার ভিত্তিক সকল সামাজিক নির্দেশকগুলোর ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

বাংলাদেশ সফররত আফগানিস্তানের মহিলা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপারসন ফৌজিয়া কুফি এর নেতৃত্বে ছয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল রোববার স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাত করলে একথা বলেন তিনি।

প্রতিনিধিদলে মহিলা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য টুরপিকে প্যাটম্যান, এমপি কোবরা মুস্তাফাউই এমপি, জাহরা তোকি জাবুলি এমপি , রুবাবা পারওয়ানি ডারউইশ এমপি এবং আজিজি জালিস এমপি অংশ নেন।

সাক্ষাৎকালে তারা নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতারোধ, সংসদীয় কার্যক্রমে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব প্রদান করায় এবং তার গৃহীত বিভিন্ন নীতিমালা ও পদক্ষেপের সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশে নারী উন্নয়নের ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি বলেন, নারী ও শিশুদের উন্নয়নে গৃহীত পদক্ষেপের কারণে এর দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে যেমন অগ্রসরমান তেমনি কর্মেক্ষেত্রেও তারা অবদান রাখছে। তিনি তৈরি পোশাক শিল্পের উদাহরণ তুলে ধরে বলেন, এ খাতে প্রায় ৮০ শতংশ কর্মী নারী এবং তারা বৈদেশিক অর্থ উপার্জনে অবদান রাখছে।

স্পিকার বলেন, কর্মজীবী নারীদের জন্য বর্তমান সরকার ডরমেটরি চালু করেছে এবং তাদের শিশু সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। নারী ও পুরুষদের একসাথে কাজ করার সুযোগ থাকায় নারী পুরুষ কর্মীদের মানসিকতায় পরিবর্তন এসেছে। এতে কর্ম পরিবেশের উন্নতি ঘটেছে।

সাক্ষাৎ প্রদান করায় প্রতিনিধিদল স্পিকারকে ধন্যবাদ জানান। স্পিকার বাংলাদেশ সফরে আসায় এবং তার সাথে সাক্ষাৎ করায় আফগানিস্তানের সংসদীয় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

এইচএস/এসএইচএস/এবিএস