বাণী-বচন : ১৫ ফেব্রুয়ারি ২০১৬
সততা
সততার নিকট-দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না।–শেক্সপিয়ার
দলের সততাই দলের উৎকর্ষতা বৃদ্ধি করে।– এডমন্ড বার্ক
কথা ও কাজে সততাই চরিত্রের মেরুদণ্ড।– স্কাইলাস
সততার সঙ্গে কাজ কর মূল্য পাবে।–জন টেইলর
সততা মাথায় করে থাকলেই অসততা নির্ভীক হয়ে ওঠবার সুযোগ পায়।– মোহাম্মদ মোর্তজা
বচন
বামুন গেল ঘর,
নাঙ্গল তুলে ধর।
অর্থ: মানব কর্মস্থলে হাজির না থালে কর্মচারী ফাঁকি দেওয়ার সুযোগ পায়, এ অর্থে বলা হয়।
এইচআর/এমএস