ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চার নেতার মুক্তির দাবিতে নীলক্ষেতে পুস্তক ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

চার পুস্তক ব্যবসায়ী নেতার মুক্তির দাবিতে মানববন্ধন করছে নীলক্ষেতের পুস্তক ব্যবসায়ীরা। ইসলামীয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাবুপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা।

যতক্ষণ পর্যন্ত নেতাদের মু্ক্তি না হবে ততক্ষণ পর্যন্ত মানববন্ধন চলবে বলে জানিয়েছেন পুস্তক ব্যবসায়ী নেতারা। মানববন্ধনে প্রায় তিন শতাধিক পুস্তক ব্যবসায়ী অংশ নেন।

এদিকে নীলক্ষেতের পুস্তক ব্যবসায়ীদের এ মানববন্ধনে একাত্ততা জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতি।

সোমবার বেলা ১১টার দিকে শুরু হয় এ মানববন্ধন। নেতাদের মুক্তি না হওয়া পর্যন্ত মানববন্ধন চলবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত করিম। তিনি জাগো নিউজকে বলেন, সরকারি এ জায়গাটিতে দীর্ঘদিন ধরে আমরা একটি সমিতির মাধ্যমে ব্যবসা করে আসছি। কিন্তু কয়েকজন ভূমিদস্যু কিছুদিন আগে আমাদের বিরুদ্ধে মামলা করে, আমরাও আইনিভাবে মামলা পরিচালনা করছি। কিন্তু গতকাল হঠাৎ পুলিশ আমাদের বর্তমান সভাপতিসহ চার নেতাকে ধরে নিয়ে যায়। তখন পুলিশ বলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। কিন্তু পরে তাদের ছেড়ে না দিয়ে পুলিশ হাজতে পাঠায়। আমরা আমাদের নেতাদের মুক্তি না হওয়া পর্যন্ত মানববন্ধন চালিয়ে যাবো বলেও জানান এ ব্যবসায়ী নেতা।

উল্লেখ্য, গতকাল রোববার ইসলামীয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাবুপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রাজ্জাক ভূঞা, সাধারণ সম্পাদক আলী আক্কাস, সহ-সভাপতি আমির হোসেন খোকন এবং সাবেক সভাপতি মকবুল হোসেনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে।

এমএইচ/এমজেড/এমএস