ঢাকার যানজটে অবাক নয় এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল
এশিয়ান সীমান্ত অর্থনীতির বিনিয়োগে বিশেষ অগ্রজ তহবিল ব্যবস্থাপনা কোম্পানি এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেডের (এএফসি) কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। এরপর এএফসির জ্যেষ্ঠ বিনিয়োগ বিশ্লেষক রুচির দেশাই বাংলাদেশে বিনিয়োগের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন।
প্রতিবেদনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে বলা হয়েছে, অন্যান্য অর্থনৈতিক উন্নয়নশীল বিমানবন্দরের ন্যায় ঢাকা বিমানবন্দর; তবে এটি চলে নিজেদের উদ্দেশ্যকে সামনে রেখে। বিমানবন্দরে বিদেশিদের কোনো সারি নেই। এটি অবশ্য ভালো নজির; কেননা দেশটিতে তৈরি পোষাক শিল্পের বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারা ছাড়া অন্যান্যরা খুব কম যায়।
এএফসির জ্যেষ্ঠ বিনিয়োগ বিশ্লেষক রুচির দেশাই লিখেছেন, ঢাকার যানজট সম্পর্কে আমি আগে থেকেই শুনেছি এবং এটি বাস্তবে দেখার পর বিশ্বাস হয়েছে। বিমানবন্দর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যেতে যানজটের কারণে ২০ মিনিট সময় ব্যয় হয়েছে; যানজট না থাকলে ৫ মিনিটেই পৌঁছানো যেতো। এই মহাসড়কটি রাজধানী ঢাকার সঙ্গে অন্যান্য শহরের সংযোগ স্থাপন করেছে; এটি সবসময় ব্যস্ত থাকে।
তিনি আরো লিখেছেন, এই ভয়াবহ যানজট নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ সদস্যরা সাধুবাদ ও শ্রদ্ধা পাওয়ার দাবি রাখে। যদিও এই জংশনে আমি কোনো সড়ক বাতি দেখি নাই। এছাড়া ঢাকা শহরে ৯০ লাখ মানুষ বসবাস করছে; সুতরাং উন্নয়নশীল এই শহরে এ ধরনের যানজট দেখে আমি অবাক হইনি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১৬ কোটি মানুষ বসবাস করছে। এদের গড় বয়স ২৬। দেশটির মোট মাথাপিছু উৎপাদনের পরিমাণ এক হাজার মার্কিন ডলারের ওপরে; এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ভোক্তা সম্পর্কিত বিভিন্ন কোম্পানি নিজ উদ্যোগে প্রস্ফুটিত হয়েছে।
চলতি অর্থবছরে বাংলাদেশ ২৬ বিলিয়ন মার্কিন ডলারে তৈরি পোষাক রফতানি করেছে। যা দেশটির মোট রফতানির ৮২ শতাংশ। বাংলাদেশে গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মজুরি চীনের চেয়ে তুলনামূলক কম এবং বর্তমানে ৪০ লাখ শ্রমিক এই শিল্পে কাজ করছে।
এসআইএস/এবিএস