ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হজ-ওমরাহ মেলায় নানা অফার, বেড়েছে প্যাকেজ খরচ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৮ নভেম্বর ২০২২

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে হজ ও ওমরাহ মেলা। এ উপলক্ষে বিভিন্ন এজেন্সি দিচ্ছে মূল্যছাড়া। তবে গ্রাহকরা বলছেন, এবার ওমরাহ প্যাকেজের খরচ বেশি চাওয়া হচ্ছে। আর এজেন্সি বলছে, বিমান ভাড়া ও হোটেল খরচ বেড়ে যাওয়ায় প্যাকেজের খরচও বেড়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) মেলায় গিয়ে জানা যায়, এক লাখ ৪০ হাজার থেকে এক লাখ ৬০ হাজার টাকায় মিলছে ওমরাহ প্যাকেজ। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। মেলায় প্রায় ১৫০টি স্টল এবং প্যাভিলিয়ন রয়েছে। যা চলবে শনিবার (১৯ নভেম্বর) পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, দালাল ও মধ্যস্বত্বভোগী না থাকায় মেলায় প্রতারিত হওয়ার সুযোগ নাই।

ঢাকার মিরপুর-১০ নম্বর থেকে আসা সরকারি চাকরিজীবী দিলদার আলম বলেন, ২০১৮ সালে ওমরাহ করেছি। কিন্তু এখন প্যাকেজের মূল্য দ্বিগুণেরও বেশি। তখন ৭০ হাজার টাকা লাগছে এখন দেড় লাখের বেশি টাকা চাইছে এজেন্সিগুলো। তারা টিকিটের মূল্য বেশি ও হোটেল খরচ বাড়ার অজুহাত দিচ্ছে। এজেন্সিগুলো থেকে কাগজপত্র নিয়েছি। বিবেচনা করে যেটা ভালো হয় সেটাই বেছে নেবো।

jagonews24

মেলায় যে অফার মিলছে

এবারের হজ ও ওমরাহ মেলায় বিভিন্ন মূল্যছাড় ও সুযোগ-সুবিধা নিয়ে এসেছে এজেন্সিগুলো।

সাবিরুল জান্নাত এয়ার ট্রাভেলস স্টলের রিপ্রেজেন্টেটিভ মনজুরুল ইসলাম বলেন, আমাদের ওমরাহের প্যাকেজ এক লাখ ৬১ হাজার টাকা। মেলায় কেউ অগ্রিম বুকিং দিলে ছয় হাজার টাকা ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ এয়ার ট্রাভেলস মেলা উপলক্ষে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। একই ছাড় দিচ্ছে হোলি মক্কা মদিনা ট্রাভেল সার্ভিস।

এছাড়া মেলায় বুকিংকারীদের মধ্যে তিনজনকে দেওয়া হবে উপহার। এরমধ্যে প্রথম বিজয়ী ওমরাহ পালনের জন্য বিমান ভাড়া ফ্রি পাবেন।

অন্যদিকে নীট ট্রাভেলস বিনামূল্যে ওমরাহ করার সুযোগ দিচ্ছে। তবে এই সুযোগ পরিবার বা বন্ধুদের ১০ জনের গ্রুপের মধ্যে একজনকে দেওয়া হচ্ছে।

jagonews24

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল গাফফার বলেন, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। ১০ জনের বড় পরিবার বা বন্ধুবান্ধবের একজনকে বিনামূল্যে ওমরাহ করানো হবে। রেজিস্ট্রেশন করলে হজ প্যাকেজেও থাকবে মূল্যছাড়।

ওমরাহের প্যাকেজের খরচ বেশি হওয়ার বিষয়ে তিনি বলেন, ওমরাহর ক্ষেত্রে করোনার আগে যে টিকিট ছিল ৩৮-৩৯ হাজার টাকা। সেটা এখন ৭৫-৮০ হাজার টাকা হয়ে গেছে। যার কারণে প্যাকেজ মূল্যও বেড়েছে। যে প্যাকেজ ছিল ৮০ হাজার টাকা সেটা এখন এক লাখ ৩৫ হাজার টাকা হয়ে গেছে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব শরাফতী জাগো নিউজকে বলেন, অনেক দর্শনার্থীরা আসছেন মেলায়। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, বিধি-বিধান সম্পর্কে জানতে চাইছেন তারা।

ভবিষ্যতে জেলা-উপজেলা পর্যায়ে এই মেলা করা হবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ও ওমরাহ মেলা উদ্বোধন করেন।

এসএম/জেডএইচ/জিকেএস