ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিএনসিসির ৯ স্থানে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপের খেলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২২ নভেম্বর ২০২২

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ উপলক্ষে রাজধানী ঢাকায় পৃথক ৯টি স্থানে বড় পর্দায় (ডিজিটাল স্ক্রিন) খেলা দেখার ব্যবস্থা করেছে উত্তর সিটি করপোরেশন (ডিএনসসিসি)।

মঙ্গলবার (২২ নভেম্বর ২০২২) বিকেলে মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড সংলগ্ন মাঠে কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর খেলা বড় পর্দায় (ডিজিটাল স্ক্রিন) মাসব্যাপী প্রদর্শনের উদ্বোধনকালে এ তথ্য জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

এসময় আরও কয়েকটি স্থান নির্বাচন করে বড় পর্যায় খেলা দেখার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, দলবেঁধে খেলা দেখার আনন্দ অনেক বেশি। সবার আনন্দের কথা চিন্তা করে আমরা বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছি। এতে অনেকে অফিস থেকে ফেরার পথেই খেলা দেখার সুযোগ পাবে।

বড় পর্দায় খেলা দেখানোর স্থানগুলো হলো-উত্তরার রবীন্দ্র সরণি, মানিক মিয়া অ্যাভিনিউর মুজিব চত্ত্বর, হাতিরঝিল, মধুবাগ, নগর ভবন (গুলশান-২), বছিলা (লাউতলা খাল সংলগ্ন), মিরপুরের প্যারিস রোড সংলগ্ন মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট।

এমএমএ/এমআইএইচএস/এমএস