বিএসএমএমইউ`তে সাঈদী
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে সেখানে নেওয়া হয়।
বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঈদী কোমর ও হাঁটুর ব্যথায় ভুগছেন। তাকে হাসপাতালের অর্থোপেডিকস বহির্বিভাগে সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অসুস্থতার কারণে গতকাল সোমবার সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে মঙ্গলবার বিএসএমএমইউতে পাঠানো হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে সেই সর্বোচ্চ সাজা থেকে রেহাই পেয়েছেন তিনি। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে আমৃত্যু কারাগারে থাকার দণ্ড দিয়েছেন সর্বোচ্চ আদালত।