ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহআলীতে পথচারী গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৯:০১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর শাহআলী থানাধীন এলাকায় দিনে দুপুরে বিকাশ কর্মীর টাকা ছিনতাইকালে ছিনতাইকারীর এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ হয়েছেন আল-আমিন (২৪) নামের এক পথচারী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহআলীর ৯ নম্বর রোডের এফ ব্লকে এ ঘটনা ঘটে।
 
শাহ আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকাশের এক কর্মীর টাকা ছিনতাই করার চেষ্টা করলে জনসাধারণ ধাওয়া করে ছিনতাইকারীকে। এসময় ছিনতাইকারী এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ হন পথচারী আল-আমিন।
 
তিনি বলেন, গুলিবিদ্ধ আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কিন্তু বিকাশ কর্মীর টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জেইউ/এমজেড/আরআইপি