ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

এফডিসির পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০২:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০২২

রাজধানীর হাতিরঝিল থানার এফডিসি গেটের বিপরীত পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহমাতুল্লাহ রনি জানান, আমরা ৯৯৯ এ কল পেয়ে সকাল ৯টার দিকে বিএফডিসির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানতে পারিনি। আপাতত জানতে পেরেছি ওই যুবক এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

এমআরএম/জেআইএম