ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিসিটিভির নজরে থাকবে গোটা শহীদ মিনার এলাকা

প্রকাশিত: ১০:৫৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা শহীদ মিনার এলাকা ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। নিরাপত্তা চাদর ভেদ করে কেউ আইনবহির্ভূত কার্যকলাপের সুযোগ পাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারের চারপাশে শাহবাগ থেকে চানখারপুল, পলাশীর মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত পুরো এলাকায় সিসিটিভি বসিয়ে মনিটরিং করা হবে। এদিন দোয়েল চত্বর-শাহবাগ-চানখারপুল-পলাশী এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে পায়ে হেঁটে আসা যাবে। সব দিকের সাধারণ লোকজন পলাশীর মোড়ে অপেক্ষা করবেন।
 
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিআইপিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর রাত পৌনে ১টায় সাধারণ মানুষের ফুলেল শ্রদ্ধা জানানোর জন্য পলাশীর রাস্তা খুলে দেয়া হবে বলে জানান তিনি।
 
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিতর্কিত মন্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে তাকে ফুল দিতে বাধা দেয়ার হুমকি ছিল। এ বিষয়ে ডিএমপি কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। এ দেশের জনগণ সবাই সমান। কেউ  কাউকে বাধা দেবে, এটা কোনো ভাবেই হবে না। কেউ যদি বেআইনিভাবে কাউকে বাধা দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
 
এআর/এনএফ/এবিএস

আরও পড়ুন