ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুই বাংলার মধ্যে পাসপোর্ট কেন, প্রশ্ন পশ্চিমবঙ্গের মন্ত্রীর

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, এপার বাংলার অনেকেরই ওপার বাংলায় জন্মস্থান। দুই বাংলার মানুষের মাতৃভাষা ‘বাংলা’তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আপনারা ভাল থাকলে, আমরা ভাল থাকব। তিনি প্রশ্ন করে বলেন, দুই বাংলার মধ্যে কেন পাসপোর্ট থাকবে।

রোববার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল সীমান্তে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কয়েক হাজার মানুষ ভাষা দিবসের শহীদদের স্মরণে সমবেত হন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের এই মন্ত্রী বলেন, পৃথিবীর যেখানেই থাকি না কেন, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের এই অনুষ্ঠানে প্রতিবারই আসব।  

নো ম্যান্স ল্যান্ডে বিশেষভাবে তৈরি ভাষা শহীদ স্মারক স্থাপনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জ্যোতিপ্রিয় মল্লিক, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন এবং অন্যান্য নেতারা।

শহীদ স্মৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পর দুই দেশের নেতারা বেনাপোলে ২১ ফেব্রুয়ারির সুসজ্জিত মঞ্চে যান। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ছাড়াও বনগাঁ (উত্তর) বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ (দক্ষিণ) বিধায়ক সুরজিত বিশ্বাস, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাপতি রহিমা মন্ডল, বনগাঁর এমপি মমতা ঠাকুর, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য, বনগাঁর সাবেক বিধায়ক গোপাল শেঠ, দুই বাংলা মৈত্রী সমিতির সম্পাদক ধ্যানেশ নারায়ণ গুহ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসআইএস/পিআর

আরও পড়ুন