রাজধানীতে ডিবির ভুয়া ৮ সদস্য গ্রেফতার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন ভুয়া ডিবি পুলিশের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবি’র জ্যাকেট, পুলিশ মনোগ্রাম, হ্যান্ডকাপ, ওয়াকিটিকি, টয় পিস্তল ও মাইক্রোবাস জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হাসান সরকার। তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানাতে পারেন নি তিনি।
আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়াজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
জেইউ/জেএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক
- ২ মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকারকারীদের সামরিক ইতিহাস জ্ঞান নেই
- ৩ ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না
- ৪ হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান
- ৫ যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের