ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৬ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:৫৪ এএম, ০১ জানুয়ারি ২০২৩

চট্টগ্রামের রাউজানে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন এবং ডক্টর স্যাম্পলের ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ছয় ফার্মেসিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার রাউজান পৌরসভার জলিল নগর ও গহিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর আলম দীন, চট্টগ্রাম জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ এবং স্থানীয় থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। অভিযানে ছয় ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, জলিল নগর ও গহিরা এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন এবং ডক্টর স্যাম্পল বিক্রি ও সংরক্ষণ করার প্রমাণ পেয়ে ছয় ফার্মেসিকে ৬০ হাজার টাকা অর্থ দণ্ডারোপ করা হয়। এসব ওষুধ জব্দ ও বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও চলবে।

ইকবাল হোসেন/জেডএইচ/