ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বনভূমি লিজ দেয়ার পরিকল্পনা নেই : বনমন্ত্রী

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বনভূমি লিজ প্রদানের কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে সংসদে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। জাতীয় সংসদে সোমবার মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর (হবিগঞ্জ-১) প্রশ্নের জবাবে এ একথা জানান তিনি।

মন্ত্রী জানান, প্রচলিত বন আইন ১৯২৭ (সংশোধিত) অনুযায়ী দেশের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট লিজ প্রদানের বিধান নেই। দেশের সকল বনভূমিতেই বনায়নের কর্মসূচি বাস্তবায়নাধীন রয়েছে। বনভূমি লিজ প্রদানের কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই।

এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে বরাদ্দকৃত তিন হাজার কোটি টাকা অর্থ হতে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন অনুযায়ী ৬৬ শতাংশ এবং ৩৪ শতাংশ স্থায়ী আমানত হতে প্রাপ্ত সুদের অর্থ দ্বারা সরকারি পর্যায়ে ৩৩৪টি এবং বেসরকারি পর্যায়ে ৬৩টি (এনজিও) প্রকল্প গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে এ পর্যন্ত ৮৬টি সরকারি এবং ৫৭টি বেসরকারি প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হয়েছে।

এইচএস/এসকেডি/আরআইপি