ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সড়ক অবরোধ করে আশা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে পুলিশের গাড়ির ধাক্কায় আশা ইউনিভার্সিটির ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে মঙ্গলবার বেলা ১২টা থেকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের রিকুইজেশন করা গাড়িটি জব্দ করা হয়েছে এবং বাসের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর বনানীতে বাসচাপায় আশা ইউনিভার্সিটির ছাত্র মারা যায়। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনানী কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জেইউ/এআর/জেএইচ/আরএস/এবিএস

আরও পড়ুন