শ্যামপুরে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
মাইক্রোবাসের ধাক্কায় নিহত ব্যক্তি/ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামপুরে পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসেন পথচারী তানভীর, পারভেজ, মিথুন। তারা জানান, পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি সাদা রঙের মাইক্রোবাস ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইম সিমকে খবর দিয়েছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।
কাজী আল-আমিন/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি