ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নৌবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশে সফররত ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহার নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার বনানীতে নৌ সদরদফতরে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ভারতের বিমান বাহিনী প্রধান নৌপ্রধানের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পারিক কুশল বিনিময় ও পেশাগত বিষয়ে মত বিনিময় করেন। তারা দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে এবং দিল্লীতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশেসহ নৌসদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন এবং পরিচালক নৌ অপারেশান্স কমডোর মীর এরশাদ আলী তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, তিনি দু’জন সফরসঙ্গীসহ গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন এবং সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

একে/এবিএস