রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অন্তরা আক্তার (১৮) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অন্তরা আক্তার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
তার বাবা বলেন, আমি একজন পোশাক শ্রমিক, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ছিল। আজ দুপুর ১টার দিকে রাস্তা পারাপার সময় হঠাৎ দ্রুতগামী একটি বাস সজোরে ধাক্কা দেয় তাকে। এতে আমার মেয়ে গুরুতর আহত হয়ে রাস্তায় সিটকে পড়ে। পরে আমরা খবর পেয়ে আমার মেয়েকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়, অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার