খিলগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত কলা ব্যবসায়ী মো. সাইনুদ্দিন (৫০) মারা গেছেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাইনুদ্দিন মানিকগঞ্জের দৌলতপুর থানার খৈল গ্রামের মৃত জাফর আলী মৃধার ছেলে। তিনি যাত্রাবাড়ীতে একটি ভাড়া বাসায় থাকতেন ও চার সন্তানের বাবা ছিলেন।
সাইনুদ্দিনের ভাই সোলাইমান বলেন, আমার ভাই ফুটপাতে কলা বিক্রি করতেন। গত ৮ জানুয়ারি দুপুরের দিকে কলা বিক্রি করার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আমার ভাইকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে খিলগাঁও খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক জামিল হাসানকে (২২) আটক করা হয়েছে।
কাজী আল-আমিন/আরএডি/এএসএম