সৌদি এয়ারলাইন্সে হামলার আশঙ্কা
ইরানের রেভুলেশনারি গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের যেকোনো বিমান ছিনতাই বা এতে বোমা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। সম্প্রতি ঢাকাস্থ সৌদি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক নোট ভারবালে এমন আশঙ্কার কথা জানিয়েছে।
সৌদি দূতাবাসের নোট ভারবালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার স্বাক্ষরিত চিঠিতে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী ও তাদের লাগেজের ওপর কার্যকর তল্লাশি প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি এয়ারলাইন্সের যেকোনো ফ্লাইট ছিনতাই বা বোমা হামলা চালানোর পরিকল্পনা তত্ত্বাবধান করছে ইরানের রেভুলেশনারি গার্ড। ওই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে বিমান ছিনতাইয়ের পরিকল্পনার কিছু চিত্র, কারা কারা এ কর্মকাণ্ড ঘটাতে পারে তাদের নাম উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, গত সপ্তাহের শেষের দিকে চিঠিটি হাতে পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দু-একদিনের মধ্যে এ চিঠির ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হতে পারে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আরএম/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচনে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা
- ২ ঢাকার ৫ আসনে প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান প্রার্থীদের
- ৩ ২০২৫ সালে ঢাকায় ৪০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
- ৪ নির্বাচনে নজিরবিহীন নজরদারি, ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা
- ৫ প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির