ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ০৪:৩২ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় মেথিকান্দা রেলস্টেশনের রেললাইনের ওপর একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা- চট্টগ্রাম- সিলেট ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সকাল পৌনে ৯টায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিলিফ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে রেলকর্তৃপক্ষ। এ ব্যাপারে নরসিংদী রেলস্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম ঠিক কি কারণে উদ্ধারকারী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি। তবে ট্রেনটি উদ্ধারে কাজ চলছে বলে জানান ওই স্টেশন মাস্টার।