ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মসজিদ নির্মাণ শৃঙ্খলায় আনার চিন্তা করছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

মসজিদ নির্মাণ নিয়ম-শৃঙ্খলায় আনার চিন্তা করছে সরকার। এজন্য একটি ডাটাবেইজ করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সোমবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, একই বাড়িতে পাঁচ ভাই। তিন ভাই একদিকে, দুই ভাই আরেক দিকে। আল্লাহ তাদের সামর্থ্য দিয়েছে। আগের যে মসজিদ আছে সেখানে থেকে তিনজন চলে গেছে। পাশেই আরেকটা মসজিদ করে ফেলেছে। এমন চিত্র বাংলাদেশে রয়ে গেছে।

তিনি বলেন, আবার ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী, শেখ বংশ বলেন, চৌধুরী বংশ বলেন, আমাদের মধ্যে অনেক বংশ আছে। তারাও আবার দেখে, এটার নাম চৌধুরী মসজিদ। আমরা তো চৌধুরী না, আমাদের আলাদা (মসজিদ) করতে হবে। আমরা আরেকটা করলাম। প্রতিনিয়ত এভাবে মসজিদগুলো নির্মিত হচ্ছে বিভিন্ন জায়গায়।

‘এগুলোকে একটা নিয়ম-শৃঙ্খলার আওতায় আনার জন্য চিন্তা-ভাবনা আমাদের রয়েছে। এর আগে আমরা এটা নিয়ে আলোচনাও করেছি। সেটা করতে একটু সময়ের প্রয়োজন। কারণ ৫৬৪টি মডেল মসজিদ হয়ে গেলে তাদের কাছে বিরাট দায়িত্ব অর্পণ করা হবে। কতটি মসজিদ আছে, কার বাড়িতে আছে, কোথায় আছে, কার নামে আছে- এগুলো সব নিবন্ধন করতে হবে।’

ফরিদুল হক খান বলেন, এটি করার পর আরও মসজিদ করতে পারবে কি পারবে না (সেই সিদ্ধান্ত দেওয়া হবে)। কখন করতে পারবে, কতটুকু দূরত্বে করতে পারবে।

আরও পড়ুন: অর্থ সংকটে মডেল মসজিদ নির্মাণকাজে ধীরগতি 

এরই মধ্যে ডাটাবেইজের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, মসজিদ ও মন্দিরের ডাটাবেইজ হচ্ছে। মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েরও ডাটাবেইজ হচ্ছে। ডাটাবেইজ তৈরি করে আমরা সংরক্ষণ করবো। তখন কেউ যদি মসজিদ করতে চায়, আমরা বলতে পারবো, দেখেন দূরত্ব কতটুকু। জনসংখ্যা কত? ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা জরিপের কাজ শুরু করে দিয়েছি।

আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে। সোমবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় ভার্চুয়ালি মডেল মসজিদ উদ্বোধন করবেন বলেও জানান ধর্ম প্রতিমমন্ত্রী।

আরএমএম/এমএইচআর/জিকেএস