বিএসটিআইয়ের অভিযানে এক প্রতিষ্ঠান সিলগালা, আরেকটির মালামাল জব্দ
ফায়ার এক্সটিংগুইসার পণ্য বাজারজাতের অপরাধে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। একই অভিযানে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বাজারজাতের অপরাধে আরেক প্রতিষ্ঠানের অবৈধ মালামাল জব্দ করেছে বিএসটিআই।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার রাজধানীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংস্থাটি।
এ বিষয় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফায়ার এক্সটিংগুইসার পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে হাইস্পিড ফায়ার ফাইটিং অ্যান্ড কোম্পানিকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
একই অভিযানে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে রোড ড্রিংকিং ওয়াটারের অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এনএইচ/কেএসআর/এএসএম