অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে একযোগে অভিযান, গ্রেফতার ১৩
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এ সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করে সিআইডি।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর গুলশান, উত্তরা, মতিঝিল, আদাবর ও আশকোনা এলাকায় অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ। অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল বুধবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।
টিটি/কেএসআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি