পরিচ্ছন্নতাকর্মীদের ঘর ভেঙে গ্যারেজ করার উদ্যোগ, সড়ক অবরোধ
ধলপুর বস্তিতে উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে, পরে গোলাপবাগে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসেতুর প্রবেশপথে প্রায় দুই ঘণ্টা ধরে তারা এই মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে তারা সড়ক থেকে সরে যান।
আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা জানান, দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ধলপুর বস্তিতে তাদের একমাত্র থাকার জায়গা। স্বাধীনতার পর থেকে তারা এখানেই বসবাস করে আসছেন। কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই গতকাল (১৬ জানুয়ারি) সিটি করপোরেশন মাইকিং করে বস্তি থেকে তাদের সরে যাওয়ার জন্য নোটিশ প্রদান করে।

তারা জানান, এই বস্তিতে দীর্ঘদিন যাবৎ পরিবারগুলো মানবেতর জীবনযাপন করে আসছে। তাদের নিজস্ব কোনো জমি নেই। কোনো প্রকারের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে তাদের পথে থাকতে হবে। উচ্ছেদের নোটিশ প্রত্যাহার এবং তাদের যেন উচ্ছেদ না করা হয় সেই দাবিতে রাস্তায় নেমেছেন বলে তারা জানিয়েছেন।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৫ এর কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, মেয়রের পরিকল্পনা অনুযায়ী বস্তি অপসারণ করে এখানে সিটি করপোরেশনের যান্ত্রিকবিভাগের গাড়ির গ্যারেজ নির্মাণ করা হবে। তাই বস্তিবাসীকে এখান থেকে সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
এমএমএ/এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে