ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ওয়ারীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

রাজধানীর ওয়ারী থানাধীন বাবলী রোজ গার্ডেন এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।গ্রেফতার ব্যক্তির নাম কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড অ্যামুনেশন, নগদ অর্থ উদ্ধার করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন বাবলী রোজ গার্ডেন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড অ্যামুনেশনসহ কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী। সে দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সুবিধামতো স্থানে বিভিন্ন লোকজনদের বিদেশি পিস্তলের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

আরএসএম/এমকেআর/এমএস