আবারও বারির মহাপরিচালক হলেন দেবাশীষ সরকার
আবারও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ড. দেবাশীষ সরকার। চুক্তিতে তাকে দুই বছরের জন্য বারির মহাপরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
দেবাশীষ সরকার চাকরির মেয়াদ শেষে সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এখন তার অভোগকৃত অবসরোত্তর ছুটি এবং এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তিনি চুক্তিতে এ নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে আরও এক বছরের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী নিয়োগ পেয়েছেন মো. আব্দুল মালেক।
তিনিও সম্প্রতি বেবিচকের প্রধান প্রকৌশলর পদ থেকে অবসরে যান। এখন তার অভোগকৃত অবসরোত্তর ছুটি এবং এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তিনি চুক্তিতে এক বছরের জন্য এ নিয়োগ পেয়েছেন।
আরএমএম/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার