ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আশুগঞ্জে পাওয়ার প্লান্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে নির্মিত ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন তিনি।

২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে দুই হাজার একশ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে। এর আগে ৮ অক্টোবর ২০১৫ তারিখে এই ইউনিটের আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (১৫০ মেগাওয়াট ক্ষমতার সিম্পল সাইকেল) ইউনিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/এআরএ/পিআর

আরও পড়ুন