ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪

রাজধানীর বিভিন্ন স্থান থেকে অস্ত্র ও প্রাইভেট কারসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-১ (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, গুলি, চাপাতি ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এ চক্রটি অফিস ফেরত সাধারণ যাত্রীদের গাড়িতে তুলে সবকিছু ছিনিয়ে নিত। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।