ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রকাশিত: ০১:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি হলো।

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে তার অবদানের জন্য দেশের মানুষের কাছে তিনি শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

আবদুল হামিদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মোস্তফা শহীদ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

একে/আরআইপি