ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উত্তরায় বাসার গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৫

প্রকাশিত: ০৫:০৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর উত্তরায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। শুক্রবার ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে আগুনের ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন, সুমাইয়া খানম ও তার স্বামী মো. শাহনেওয়াজ, তাদের সন্তান সালিল, জারিফ ও জারান। তাদের মধ্যে শাহনেওয়াজের শরীরের ৯৫ ভাগ, সুমাইয়ার ৯০ ভাগ, সালিলের ৮৮ ভাগ এবং জারানের ৭৪ ভাগ পুড়ে গেছে।

দগ্ধ অবস্থায় একই পরিবারের এ ৫ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক জানিয়েছেন, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এআর/আরএস