ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড্ডায় দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 
গ্রেফতাররা হচ্ছেন, উজ্জ্বল হোসেন ও আব্দুর রাজ্জাক বাবু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধভাবে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে।
 
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, গুলিভর্তি ২টি ম্যাগজিন এবং ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় বাড্ডা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
 
এআর/একে/এবিএস