ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাধীন মত প্রকাশকে দমন করতে চাচ্ছে সরকার

প্রকাশিত: ১০:১৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

সরকার স্বাধীন মত প্রকাশকে দমন করে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রয়াত লেখক ফয়সাল আরেফিন দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেখক শিবির আয়োজিত ‘মত প্রকাশের স্বাধীনতা ও চিন্তার অধিকার হরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, নানা জনের নানা মতের সম্মানটুকু দিতে হবে। কারও চিন্তায় হস্তক্ষেপ করে সুষ্ঠু সমাজ আশা করা যায় না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহম্মাদ বলেন, মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্বের সঙ্গে নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, লেখক, শিল্পী, রাজনীতিবিদ, সৃজনশীলতা নিয়ে যারা কাজ করছেন তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।

একই আলোচনায় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘বর্তমান সরকারের হাত-পা বাঁধা। যে কোনো সময় তারা জনগণেরও হাত-পা বেঁধে দেবে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘সরকার মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার জন্য আইন করেছে। এতে সরকারের দুটি স্বার্থ আছে, তার মধ্যে একটি র্যাব-পুলিশকে দিয়ে গ্রেফতার বাণিজ্য করানো, আরেকটি হচ্ছে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া।’

এসময় অন্যান্য বক্তারা বলেন, ‘যে দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, যে দেশে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়, সে দেশে তখন আর মানুষের কোনো অধিকার থাকে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, এমিরেটার্স অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কথা সাহিত্যিক শওকত আলী, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর প্রমুখ।

এএস/একে/এমএস