ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বোয়ালখালীতে দুই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করায় খরণদ্বীপ এলাকার আহম্মদ মনসুরকে ৫০ হাজার টাকা ও মো. সাইফুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও বলেন, অবৈধভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে শ্রীপুর খরণদ্বীপ এলাকায় অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না চালানোর জন্য তাদের সতর্ক করা হয়।

ইকবাল হোসেন/বিএ/এএসএম