ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ৮ বছরের শিশুকে হত্যা, সৎমা আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর পশ্চিম ধানমন্ডির শংকর এলাকায় সায়িম বাবু (৮) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভুইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে শংকর এলাকায় একটি শিশুহত্যা করা হয়েছে বলে জানতে পারি। পরে ঘটনাস্থলে যাই। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় শিশুটির সৎমা রেশমা খাতুনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/ইএ/জিকেএস