বাবার ওপর অভিমানে হারপিক পানে প্রাণ গেলো তরুণের
ফাইল ছবি
রাজধানীর বংশালে আলুবাজার এলাকার একটি বাসায় বাবার ওপর অভিমান করে প্রদীপ শীল (১৮) নামে এক তরুণ হারপিক পান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যু হয়েছে তার।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটে এ ঘটনা। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের বাবা বাসুদেব শীল জানান, আমার ছেলে ও আমি সেলুনে কাজ করি। গতকাল সে ঠিকভাবে কাজ না করায় আমি বকা দেই। এই অভিমানে বাসায় হারপিক পান করে সে। ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।
তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী আল আমীন/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিষেধাজ্ঞা উপেক্ষা, পুরান ঢাকায় মধ্যরাতে আতশবাজি ও উচ্চশব্দে গান
- ২ ডিউটি শেষে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
- ৩ ২০২৬: নতুন বছরের আলোয় হারানোর বেদনা ভুলে বড় হোক অর্জনের খাতা
- ৪ নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা শহরজুড়ে আতশবাজি
- ৫ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা