ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

উত্তরায় দুই পেট্রলপাম্পকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর উত্তরায় দুই পেট্রলপাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে আব্দুল্লাহপুরের উত্তরা ফিলিং অ্যান্ড সিএনজির বৈধ ক্যালিব্রেশন সনদ না থাকায় ১০ হাজার টাকা ও আর এস আর বিজনেস লাইনার্সের ডিজেল ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে প্রতি ১০ লিটারে ৬০ মি.লি. কম প্রদান করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: নিম্নমানের হেলমেটের ছড়াছড়ি, মানা হচ্ছে না বিএসটিআই’র নীতিমালা 

এছাড়াও মাসুদ হাসান ফিলিং স্টেশন ও ডি এল ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে সঠিক পাওয়ায় ধন্যবাদ জানানো হয়।

এনএইচ/এমএইচআর/জিকেএস