ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শ্যামপুরে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর শ্যামপুরে পাকিজা টেক্সটাইলের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সেখানে যায় ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন নিশ্চিত করেছেন বিষয়টি।

তিনি বলেন, শ্যামপুরে পাকিজা টেক্সটাইল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

টিটি/এমএইচআর/জেআইএম