ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারীর স্পর্শকাতর স্থান থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ০২:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর উত্তরায় এক নারীর স্পর্শকাতর স্থান থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে র‌্যাব-১। শনিবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। অভিযানে মোছা. পারুল বেগম (৩৭) নামে এক নারীর স্পর্শকাতর স্থান থেকে ১২০০ গ্রামের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পারুল আব্দুল্লহপুর বাসস্ট্যান্ডে কাউন্টারের সামনে বেনাপোলগামী একটি বাসে বসেছিলেন।

তিনি স্বর্ণগুলো পাচারের উদ্দেশ্যে কলকাতা নিয়ে যাচ্ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পারুল র‌্যাবকে জানায়, আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে আনীত স্বর্ণ বিভিন্ন মাধ্যমে সাধারণত নারীর যাত্রীদের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানো হয়। এর আগেও আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি বেশ কয়েকবার স্বর্ণ পাচার করেছেন।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

এআর/এসএইচএস/আরআইপি