ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন আগাঁনগর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মাদক মামলায় সাজা পাওয়া পলাতক ওই ব্যক্তির নাম মো. শাহ আলম ওরফে বাবু ওরফে বাবলু (৪১)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন আগাঁনগর এলাকায় র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহ আলম ওরফে বাবু ওরফে বাবলুকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের অধিনায়ক জানান, আসামির নামে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় ২০০৯ সালে একটি মাদক মামলা রয়েছে। এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন দণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান ও পরিচয় পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছেন।

আসামি বাবলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/এমআইএইচএস/জেআইএম