নামিদামি মোড়কে ভেজাল খাদ্য : ৬ জনকে জরিমানা
ঢাকার লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় অবৈধ দখলদার ও লাইসেন্সবিহীন অননুমোদিত ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে লাইসেন্সবিহীন ও অননুমোদিত নিম্নমানের ভেজাল খাদ্য উৎপাদন করায় ২ জন এবং অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা করার অপরাধে আরো ৪ জনকে জরিমানা করে র্যাব। শনিবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত এ অভিযান চালায় র্যাব-১০।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আ.ত.ম. আব্দুলল্লাহেল হাদী’র নেতৃত্বে লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি মো. সাজ্জাদ হোসেন জানান, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জায়গা দখল করে দীর্ঘদিন ধরে হোটেল ও মাছের ব্যাবসা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ‘আয়শা-আসমা ফুড প্রডাক্টস’ ও ‘কাজল বিস্কুট ফ্যাক্টরী’ দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীনভাবে অত্যন্ত নিম্নমানের ভেজাল খাদ্য (বিস্কুট, চানাচুর, আচার ইত্যাদি) উৎপাদন করে বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে বাজারজাত করছে।
অভিযানে আদালত বাংলাদেশ দ. বি. এর ২৯১ ধারা মোতাবেক “আল আমিন হোটেল” এর মালিক শাহিন হোসেন (৩২) কে ৫ হাজার টাকা এবং মৎস্য ব্যবসায়ী সাদেক (৩৫), সোহেল (২৬) এবং জাকির হোসেন (৩০) এর প্রত্যেককে ৫শ’ টাকা করে মোটে ১৫ শ’ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার আইন এর ৫২ ধারা, বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধন-২০০৩) এর ২৪/৩১ ধারা লংঘনের দায়ে “আয়শা-আসমা ফুড প্রডাক্টস” এর মালিক মোঃ জাহাঙ্গীর আলম(৫২) কে ৩ তিন লাখ টাকা ও “কাজল বিস্কুট ফ্যাক্টরী” এর ম্যানেজার মঞ্জিল মিয়া (২৭) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জেইউ/এসএইচএস