আজকের ধাঁধা : ২৮ ফেব্রুয়ারি ২০১৬
ধাঁধা :
১. ‘খুব ভোরেতে পাবে তাকে,
সন্ধ্যে বেলায়ও পাবে।
উপর থেকে দেখলে পরে,
পড়বে তোমার চোখে।’
২. ‘খাল বিল শুকিয়ে গেল
বিন্নার গোড়ায় পানি।’
৩. ‘খাই কিন্তু দেখি নাই,
খেয়ে খেয়ে মজা পাই।’
৪. ‘খেয়ালে ভোজন,
ধ্যানে করে স্নান।
একসঙ্গে তিন কাজ,
করে কোনজন?’
উত্তর :
১. শুকতারা
২. শামুক
৩. বাতাস
৪. মাছরাঙা
এসইউ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক
- ২ মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকারকারীদের সামরিক ইতিহাস জ্ঞান নেই
- ৩ ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না
- ৪ হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান
- ৫ যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের