ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:০২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রোববার সকাল ১১টায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন বলে জাগো নিউজকে টেলিফোনে জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারি প্রেস সচিব মাহমুদুল হাসান।

তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কূটনীতিক কোরের সদস্যরা, তিন বাহিনী প্রধানরাসহ সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৭ মার্চ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতির দেশে ফিরে আসার কথা রয়েছে।

এসএ/জেএইচ/আরআইপি