২০৪০ সালের মধ্যে দেশ তামাকমুক্ত হবে: সমাজকল্যাণমন্ত্রী
২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেছেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জনস্বাস্থ্যবিষয়ক সংসদীয় ফোরাম ‘ন্যাশনাল পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং’র আয়োজনে তামাক নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক সভায় (ন্যাশনাল অ্যাডভোকেসি মিটিং টু প্রমোট টোব্যাকো কন্ট্রোল ইন বাংলাদেশ) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে নতুন প্রজন্মকে সুস্থ ও সবল হতে হবে। তামাকপণ্যের ব্যবহার এক্ষেত্রে অন্তরায়। প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান জনস্বাস্থ্যের জন্য হুমকি। কোমলমতি শিক্ষার্থীরা যেন ধূমপান ও মাদকদ্রব্য থেকে দূরে থাকে সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকসহ সমাজের সব শ্রেণির মানুষকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়তে তামাক চাষে ব্যবহৃত জমিতে বিকল্প কৃষিপণ্যের চাষাবাদ বাড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্যবিষয়ক সংসদীয় ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি।
আইএইচআর/এমকেআর/জেআইএম